৬০ বর্ষ ৫০ সংখ্যা / ২৮ জুলাই, ২০২৩ / ১১ শ্রাবণ, ১৪৩০
মণিপুরের অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে পলিট ব্যুরো
মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। গত ২১ জুলাই এক বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, মণিপুরে দুই আদিবাসী মহিলাকে নৃশংস অত্যাচার, তাঁদের বিবস্ত্র করে হাঁটানো, তাঁদের মধ্যে একজনকে দলবদ্ধভাবে ধর্ষণ এবং তাঁদের রক্ষা করতে আসা পরিবারের দুই সদস্যকে হত্যা দেশকে ক্ষুব্ধ করেছে। মণিপুরের বিজেপি সরকার এই নৃশংসতায় অপরাধীদের শাস্তি দেবার পরিবর্তে সুরক্ষা দেওয়ায় সরাসরি যুক্ত। যদিও ঘটনার দুই সপ্তাহের মধ্যে আক্রান্তদের পরিবারগুলি অত্যন্ত সাহসিকতার সঙ্গে থানায় এফআইআর দায়ের করেছিল।
পলিট ব্যুরো বলেছে, আড়াই মাস ধরে মণিপুর জ্বলছে, তবুও মুখ্যমন্ত্রী এবং সরকারকে রক্ষা করে চলেছে বিজেপি’র শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকার। কয়েক মাসের বধির নীরবতার পর প্রধানমন্ত্রী বিবৃতিতে ঘটনাকে তুচ্ছ করে, মণিপুরের ভয়াবহ সন্ত্রাস ও মুখ্যমন্ত্রীর সংকীর্ণ দলীয় ভূমিকাকে তুচ্ছ করে দেখানো হয়েছে। দায়বদ্ধতার নীতিকে একেবারে কবরের গভীরে পাঠিয়ে দিয়েছে ডবল ইঞ্জিন সরকার। মণিপুরের এই ঘটনা বিজেপি’র ‘সুশাসন’-এর সবচেয়ে ভয়ংকর নজির।
এই পরিস্থিতিতে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে সিপিআই( এম) পলিট ব্যুরো। দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে এবং মণিপুরের আক্রান্ত মহিলা ও জনগণের প্রতি সংহতি জানাতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালোভাবে তুলে ধরতে পার্টির সমস্ত শাখার প্রতি আবেদন জানিয়েছে পলিট ব্যুরো।