E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৪১ সংখ্যা / ২৮ মে, ২০২১ / ১৩ জ্যৈষ্ঠ, ১৪২৮

কমরেড মলয় রায়ের জীবনাবসান


নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনের অগ্রণী নেতা কমরেড মলয় রায়ের জীবনাবসান হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। কোভিড আক্রান্ত হয়ে তিনি কিছুদিন ধরেই বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২২ মে, শনিবার সকাল নটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

রাজ্য সরকারি কর্মচারীদের কো-অর্ডিনেশন কমিটি এবং ১২ জুলাই কমিটির সংগঠন গড়ে তোলায় কমরেড মলয় রায় অবদান রেখে গেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন কিছুদিন তিনি মুখ্যমন্ত্রীর আপ্তসহায়কের দায়িত্বও পালন করেছিলেন। কমরেড মলয় রায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহ সহ কর্মচারী আন্দোলনের নেতৃবৃন্দ।

পাঁচের দশকের শেষে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য পরিসংখ্যান ব্যুরোর অফিসে কাজে যোগদানের পর থেকেই কমরেড মলয় রায় রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনে যুক্ত হন। ৬-এর দশকে উত্তাল গণআন্দোলনের সময় ১৯৬৭ সালে তাঁকে বালুরঘাটে বদলি করা হলে তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলায় রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সংগঠন গড়ে তোলার কাজ করেন। সরকারি কর্মচারীদের সংগঠিত করার পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক সংগঠনের বিকাশের ক্ষেত্রেও তিনি ভূমিকা পালন করেন এবং জেলায় অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হয়ে ওঠেন। তৎকালীন কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতী বাহিনীর হাতে তিনি আক্রান্তও হয়েছিলেন। তারপর তাঁকে বদলি করা হয় পুরুলিয়াতে। সেখানেও তিনি রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সংগঠন গড়ে তোলার কাজ করেছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে সর্বভারতীয় কর্মচারী আন্দোলনেও নেতৃত্ব দেন। ১৯৯৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি ছিলেন সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদর দপ্তরের সেক্রেটারি। সুবক্তা ও মধুর ব্যবহারের জন্য তিনি কর্মচারীদের কাছে জনপ্রিয় ছিলেন। দীর্ঘসময় তিনি কারারক্ষী সমিতির সভাপতিও ছিলেন। তাঁর দুই পুত্র ও পরিবারের অন্যরা বর্তমান।

কমরেড মলয় রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষে বিজয়শঙ্কর সিংহ বলেছেন, এই রাজ্য তথা সর্বভারতীয় মধ্যবিত্ত কর্মচারী আন্দোলনের নেতা ছিলেন কমরেড মলয় রায়। পশ্চিমবঙ্গে রাজ্য কর্মচারী আন্দোলন গড়ে তোলায় ও বিকাশের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রশাসনের অভ্যন্তরেও দক্ষ কর্মচারী ছিলেন তিনি। তাঁর প্রয়াণে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি একজন গুরুত্বপূর্ণ নেতাকে হারালো। কোভিড বিধির কারণে সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শেষ বিদায় জানানো গেল না, এই আক্ষেপ আমাদের থেকে গেল। তাঁর দুই পুত্র ও পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।