৬০ বর্ষ ১১ সংখ্যা / ২৮ অক্টোবর, ২০২২ / ১০ কার্ত্তিক, ১৪২৯
মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালো সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতাঃ আমাদের দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর ঘটনা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। গত ১০ অক্টোবর বিশ্ব হিন্দু পরিষদের দিল্লি শাখা তাদের সহযোগী সংগঠনগুলিকে নিয়ে এক বিরাট হিন্দু সভার আয়োজন করে। এই সভা থেকে মুসলিমদের লক্ষ্য করে তীব্র ঘৃণা ছড়ানো হয়। এর আগে বেশ কিছু ধর্ম সংসদ থেকেও মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য পেশ করা হয়। নাম না করে মুসলিমদের অর্থনৈতিক বয়কট করার ডাক দেন এক বিজেপি এমপি। এই সবকিছুর পরিপ্রেক্ষিতে কেরালার কোঝিকোডের বাসিন্দা শাহিন আবদুল্লাহ সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করলে বিচারপতি কেএম জোসেফ এবং হৃষিকেশ রায়-এর বেঞ্চ দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের পুলিশ প্রধানদের এই সমস্ত ঘৃণা ভাষণ প্রদানকারীদের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা দায়ের করার জন্য নির্দেশ দিয়েছে। এই ধরনের ভাষণের বিরুদ্ধে যদি কোনোরকম অভিযোগ দায়ের নাও হয়ে থাকে সেক্ষেত্রেও পুলিশকে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট এ কথাও বলেছে যে, এই নির্দেশিকা পালন করবার ক্ষেত্রে কোনোরকম দ্বিধাকে আদালত অবমাননা বলে বিবেচনা করা হবে এবং দোষী অফিসারদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর সাথে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে, প্রশাসনের পক্ষ থেকে দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিভিন্ন ঘৃণা ভাষণের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই রায়ে অত্যন্ত দৃঢ়তার সাথে উল্লেখ করা হয়েছে যে, সংবিধানের মুখবন্ধে ধর্মনিরপেক্ষতার যে আদর্শের কথা ঘোষিত হয়েছে তাকে রক্ষা করতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং এক্ষেত্রে দোষী ও অভিযোগকারীর ধর্মীয় পরিচয়কে কোনোরকম ধর্তব্যের মধ্যে রাখা যাবেনা। ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখার স্বার্থে এবং দেশের ঐক্য ও সংহতি বজায় রাখতে এ হেন পদক্ষেপ জরুরি বলে মনে করছে দেশের সর্বোচ্চ আদালত।