E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ২৪তম সংখ্যা / ২৯ জানুয়ারি, ২০২১ / ১৫ মাঘ, ১৪২৭

দিল্লিতে ট্রাক্টর মিছিলকে পলিট ব্যুরো’র অভিনন্দন

আন্দোলনের প্রতি পুনরায় সংহতি প্রকাশ


নিজস্ব সংবাদদাতাঃ ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষক সংগঠনগুলির আহ্বানে সুবিশাল ট্রাক্টর মিছিলকে অভিনন্দিত করেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। ২৭ জানুয়ারি এক বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, এক লক্ষেরও বেশি ট্রাক্টর নিয়ে শান্তিপূর্ণভাবে প্যারেডের পূর্বনির্ধারিত পথ অতিক্রম করেছেন কয়েক লক্ষ কৃষক। দে‍‌শের সমস্ত রাজ্যেও বিরাট আকারে একই ধরনের প্যারেড এবং অন্যান্য সংহতিমূলক কর্মসূচি পালিত হয়েছে। এই সংগ্রাম ফের জোরালোভাবেই জানিয়ে দিয়েছে, কেন্দ্রের নতুন তিন কৃষি আইন বাতিল করতেই হবে এবং দেশের সব কৃষককে আইনি অধিকার দিতে এমএসপি নিয়ে আইন তৈরি করতে হবে।

পাশাপাশি, পশ্চাদমুখী তিন কৃষি আইন খারিজ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ সংগ্রাম এগিয়ে নিয়ে যাবার যে সিদ্ধান্ত সংযুক্ত কিষান মোর্চা নিয়েছে, তার প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো।

পলিট ব্যুরো বলেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলির কারণে কখনোই মূল দাবিগুলি থেকে সরে আসা যাবে না। শাসকদলের সঙ্গে যোগ রয়েছে, এমন কিছু প্ররোচনা সৃষ্টিকারী এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। সমগ্র কৃষক আন্দোলনই একযোগে এসব ঘটনার নিন্দা করেছে। তবে একই সঙ্গে একথাও উল্লেখ করতে হয়, ট্রাক্টর প্যারেডের সম্মত যাত্রাপথের নানা জায়গায় লাঠি চালিয়ে, কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশও বাধা সৃষ্টি করেছে, পুলিশের এই প্ররোচনা স্বাভাবিকভাবে একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। পুলিশের এই আচরণ ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছে পলিট ব্যুরো।

অবিলম্বে এই তিন কৃষি আইন বতিলের ঘোষণা করতে এবং সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সেই মতো পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারের কাছে আরও একবার দাবি জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো।


সিআইটিইউ’র অভিনন্দন

সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে নজিরবিহীন কৃষক প্যারেডকে অভিনন্দন জানিয়েছে সিআইটিইউ। ২৭ জানুয়ারি এক বিবৃতিতে সিআইটিইউ’র সাধারণ সম্পাদক তপন সেন বলেছেন, কৃষক সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে কয়েকশো জেলায় কৃষক প্যারেড করেছে। দেশের স্বনির্ভরতা, খাদ্য ও শক্তি নিরাপত্তা রক্ষায় এবং সংবিধান প্রদত্ত অধিকার প্রতিষ্ঠা করতেই কৃষকদের এই লড়াই। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে কৃষকদের ন্যায্য দাবিগুলিকে স্বীকৃতি দিয়ে অবিলম্বে তিন কৃষি আইন সহ বিদ্যুৎ বিল-২০২০ প্রত্যাহারের দাবিও জানিয়েছে সিআইটিইউ।

এই বিবৃতিতে ২৬ জানুয়ারি দিল্লিতে কৃষক প্যারেডে যে শক্তি গণ্ডগোল করেছে তারও তীব্র নিন্দা করেছেন। ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনকে কলুষিত করতেই তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চা‍‌লিয়েছে এবং ওই দিন দিল্লিতে অবাঞ্ছিত ঘটনা ঘটিয়েছে। এসব তারা করেছে সর্বসম্মতভাবে গৃহীত ঐক্যবদ্ধ যৌথ কর্মসূচিকে বিপথে চালিত করতে। কৃষক আন্দোলনের প্রতি গোটা দেশের মনোযোগ অন্যদিকে ঘোরানোর পাশাপাশি কৃষক আন্দোলনের মূল ইস্যুগুলিকে বিচ্যুত করতেই সরকারের দালালি করা এই শক্তি অপচেষ্টা চালিয়েছে।

তবে, গোটা দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ কৃষক সুনির্দিষ্ট রাস্তা ধরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ট্রাক্টর মিছিল সফলভাবে করায় তাঁদেরকে অভিনন্দন জানিয়েছে সিআইটিইউ। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠি চালানো ও কাঁদানে গ্যাস ছোঁড়া এবং জল কামান ব্যবহারেরও নিন্দা করেছে সিআইটিইউ।