৫৯ বর্ষ ৫০ সংখ্যা / ২৯ জুলাই, ২০২২ / ১২ শ্রাবণ, ১৪২৯
শিক্ষাক্ষেত্রে এত ভয়াবহ দুর্নীতির ঘটনা রাজ্যে আগে কখনো ঘটেনিঃ বিমান বসু
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের সাম্প্রতিক নিয়োগ কেলেঙ্কারি প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, শিক্ষাক্ষেত্রে এত ভয়াবহ দুর্নীতির ঘটনা এ রাজ্যে আগে কখনো ঘটেনি। মানুষের সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তুলে এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতেই হবে। ২৬ জুলাই উত্তর ২৪ পরগনায় একটি স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষাক্ষেত্রের দুর্নীতি প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি রাজ্যের এই অমানবিক সরকারের পরিবর্তন ঘটানোর আহ্বান জানান।
তিনি বলেন, রাজ্যটাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? মুখ্যমন্ত্রী কি ভাষায় কথা বলছেন! সরকারের পয়সায় নজরুল মঞ্চে অনুষ্ঠান হচ্ছে সেখানে তিনি কী সব আবোল তাবোল কথা বলছেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন, ভাবা যায়! এ রাজ্যে এখন সরকার আছে বলে মনে হয় না। এই বাংলার সংস্কৃতি এটা নয়।
বিমান বসু মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে আরও বলেন, শিক্ষাক্ষেত্রে এরকম ভয়াবহ আর্থিক দুর্নীতি স্বাধীনতার পর এ রাজ্যে হয়নি। মুখ্যমন্ত্রী এর দায় এড়িয়ে যাচ্ছেন, কিন্তু তিনি দায় এড়াতে পারেন না। মুখ্যমন্ত্রীর সুপারিশে মন্ত্রীসভা তৈরি হয়। এই বিশাল দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে। আমাদের রাজ্যের শিক্ষা সংস্কৃতিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে এই সরকার। মানুষের সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তুলে এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতেই হবে।
বিমান বসু অবৈধ টাকার লেনদেন এবং ভুয়ো পদ্ধতিতে নিয়োগ প্রসঙ্গে বলেন, এ রাজ্যে এখন আমরা কি দেখছি? টাকার পাহাড়! ইডি বলছে ১২০ কোটি টাকার দুর্নীতি। এত জমি বাড়ি বিপুল সম্পত্তি কীভাবে হয়? এটা কোনো সোজা পথে হয়নি। সাদা খাতা জমা দিয়েছে, স্কুলে চাকরি হয়ে গেছে। পরীক্ষা দেয়নি, চাকরি হয়ে গেছে। এটা কার টাকা? এই টাকা জনগণের। কিন্তু যেসব পরীক্ষার্থী শিক্ষক ও শিক্ষিকা হওয়ার জন্য পরীক্ষা দিয়ে তালিকাভুক্ত হয়েছেন তাদের চাকরি হয়নি। চাকরির দাবিতে তাদের আন্দোলন অবস্থান করতে হচ্ছে। সরকার এদের বারবার গায়ের জোরে তুলে দিয়েছে, আদালতের আদেশ নিয়ে আবার বসতে হয়েছে। ন্যায্য দাবির কথা বললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর এই রাজ্যের সরকার। এই অমানবিক সরকারের পরিবর্তন ঘটাতেই হবে।