E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৫০ সংখ্যা / ২৯ জুলাই, ২০২২ / ১২ শ্রাবণ, ১৪২৯

‘আওয়াজ’ মঞ্চের দ্বিতীয় রাজ্য কনভেনশন


নিজস্ব সংবাদদাতাঃ গত ২৪ জুলাই ‘আওয়াজ’ মঞ্চের দ্বিতীয় রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় কলকাতা সত্যপ্রিয় ভবনে। কনভেনশনের উদ্বোধন করেন সমাজকর্মী ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফুয়াদ হালিম। তিনি সাম্প্রদায়িকতার মোকাবিলায় আওয়াজ মঞ্চকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান। সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপিত করেন রাজ্য সম্পাদক অধ্যাপক সাইদুল হক। তিনি ২০১৮ সালের ডিসেম্বরে আওয়াজ গঠিত হবার পর গত সাড়ে তিন বছরে এই মঞ্চের সাফল্য ও দূর্বলতাগুলি তুলে ধরেন। রিপোর্টের উপর ২১টি জেলা হতে ২৩ জন প্রতিনিধি আলোচনায় অংশ গ্রহণ করেন। কনভেনশনে আগামী সম্মেলন না হওয়া পর্যন্ত সাম্প্রদায়িকতা ও মৌলবাদীদের বিরুদ্ধে যেমন পালনীয় কর্মসূচি নির্ধারণ করা হয়, তেমনি রাজ্যে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, রাজ্য সরকারের দূর্নীতির বিরুদ্ধে জনমত গঠন ও রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচি পালন করার অঙ্গীকার গ্রহণ করা হয়।

কনভেনশনে রাজ্যের দার্জিলিং ও উত্তর দিনাজপুর বাদে ২০টি জেলা হতে ২০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কনভেনশন পরিচালনা করেন তমসের আলি, বদরুদ্দোজা খান, জাহানারা খান, রফিকুল ইসলাম ও সেলিনা খাতুনকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী। কনভেনশন হতে সাইদুল হককে সভাপতি, ইরশাদ গহরকে কার্যকরী সভাপতি, রুহুল আমিন গাজীকে সম্পাদক এবং মহ নৌশাদকে কোষাধ্যক্ষ করে ৬৫ জনের রাজ্য কমিটি এবং ৩৫ জনের উপদেষ্টামণ্ডলী গঠিত হয়।