E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ৫০ সংখ্যা / ২৯ জুলাই, ২০২২ / ১২ শ্রাবণ, ১৪২৯

উপরাষ্ট্রপতি পদে নির্বাচনঃ তৃণমূল পরোক্ষে বিজেপি’র পাশে


আগামী ৬ আগস্ট অনুষ্ঠিতব্য উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে তৃণমূলের বিরোধীদের সম্মিলিত প্রার্থীকে ভোট না দেবার সিদ্ধান্ত পরোক্ষে বিজেপি’কেই সুবিধা করে দেবে। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে বি‍‌রোধীরা কংগ্রেস নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভাকে প্রার্থী করেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস ২১ জুলাই দলের ৩৫ জন সাংসদের এক সভায় সিদ্ধান্ত নিয়েছে ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে। এই ভোটদানে বিরত থেকে তৃণমূল কংগ্রেস পরোক্ষে বি‍‌জেপি তথা এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনকরের জয়ের পথকেই সুগম করতে চেয়েছে। তৃণমূল অজুহাত খাড়া করেছে, বিরোধী প্রার্থী হিসেবে মার্গারেট আলভাকে বেছে নেবার পদ্ধতি সঠিক ছিল না। কংগ্রেস, এনসিপি সহ অন্যান্য বিরোধী দলের নেতৃত্ব তৃণমূলের এই অভিযোগকে খণ্ডন করে বলেছে, আচমকা সরে গিয়ে তৃণমূল এখন এই তত্ত্ব সামনে এনেছে।

উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে তৃণমূলের এই সিদ্ধান্ত সম্পর্কে সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, পশ্চিমবঙ্গের বিধায়ক, সাংসদদের এত মূল্যহীন এর আগে কখনও হতে হয়নি। প্রতিটি‍‌ সাংসদ, বিধায়কের ভোটের একটি মূল্য আছে। সম্মিলিত বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে ভোট দেবে না তৃণমূল। সুপ্রিম কোর্টে কয়লা পাচারের চার্জশিটে যখন তৃণমূল নেতাদের নাম আসেনি, তখনই আমরা বলেছিলাম যে তৃণমূলের সাংসদ, বিধায়করা অকেজো হয়ে গেল। বিরোধী বলে চেঁচামেচি করে, কিন্তু এরা বিজে‍‌‍‌পি’র বিরোধী নয়। অনেক বিলের ক্ষেত্রে তাঁরা এই ভূমিকা পালন করেছেন।

প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে, রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা হবার পর তৃণমূল নেত্রী ‍‌ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আগে দ্রৌপদী মুর্মুর নাম জানা থাকলে তিনি ভেবে দেখতেন।