E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ১১ সংখ্যা / ২৯ অক্টোবর, ২০২১ / ১১ কার্ত্তিক, ১৪২৮

মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলনের আহ্বান সিপিআই(এম)’র


নিজস্ব সংবাদদাতাঃ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশজুড়ে জোরালো প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সিপিআই(এম)। গত ২২ থেকে ২৪ অক্টোবর নয়াদিল্লির হরকিষান সিং সুরজিৎ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে এক বিবৃতিতে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানিয়েছে সিপিআই(এম)। পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, এই আন্দোলন কর্মসূচি দেশজুড়ে বিভিন্ন শহর, তালুক ও গ্রামাঞ্চলে সংগঠিত করা হবে।

কেন্দ্রের তিনটি কৃষক বিরোধী আইন প্রত্যাহার এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে সংযুক্ত কিষান মোর্চার ডাকে কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে সিপিআই(এম)। ২৬ নভেম্বর কৃষক আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে সংযুক্ত কিষান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সমস্ত লড়াই-আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি এবং সমর্থন জানিয়ে কেন্দ্রীয় কমিটি পার্টির সমস্ত শাখাকে এই আন্দোলনের প্রতি সক্রিয় সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে।

এছাড়া লাগামহীনভাবে দে‍শের সম্পত্তি লুট এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআই(এম)। পার্টির কেন্দ্রীয় কমিটি শ্রমিকশ্রেণির ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছে।

দেশের মানুষকে যাতে আরও ভয়াবহ স্বাস্থ্য সংক্রান্ত বিপর্যয়ের সম্মুখীন হতে না হয় এবং তা প্রতিরোধের জন্য টিকাকরণের গতি আরও বৃদ্ধির দাবি জানিয়েছে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি।

জম্মু-কাশ্মীর প্রসঙ্গে পার্টি বলেছে, অবিলম্বে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, সমস্ত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ প্রত্যাহার এবং জম্মু-কাশ্মীরের জনগণ বিশেষ করে যুব সম্প্রদায়কে বেপরোয়া গ্রেপ্তার বন্ধ করতে হবে।

পার্টির কেন্দ্রীয় কমিটি বিদ্যুৎ ক্ষেত্রের প্রকৃত নিয়ন্ত্রণ এবং জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, বিজেপি বিরোধী বিকল্প তৈরি হবে মানুষের মধ্য থেকেই। কারণ বিজেপি সরকারের নীতিতে মূল্যবৃদ্ধি, বেকারি, মহামারীজনিত বিপর্যয় নিয়ে সংকটে আছেন মানুষ। মানুষ যখন এই সংকটের মুখোমুখি দাঁড়িয়ে তখন তাঁরাই বিকল্প তৈরি করবেন।

বিজেপি’র বিরুদ্ধে সিপিআই(এম)’র কঠোর মনোভাবের কথা স্পষ্ট করে দিয়ে সীতারাম ইয়েচুরি বলেন, বিগত কয়েকটি নির্বাচনে সিপিআই(এম) যে ফ্রন্টই গঠন করুক না কেন, তা করা হয়েছে বিজেপি বিরোধী অবস্থানে স্থির থেকেই।