E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৯ বর্ষ ১১ সংখ্যা / ২৯ অক্টোবর, ২০২১ / ১১ কার্ত্তিক, ১৪২৮

কমরেড সন্ধ্যা শীলের জীবনাবসান


নিজস্ব প্রতিনিধিঃ গণশক্তি প্রিন্টার্সের প্রাক্তন কর্মী কমরেড সন্ধ্যা শীল প্রয়াত হয়েছেন। ২৭ অক্টোবর বুধবার দুপুরে এনআরএস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতায় বেশ কিছুদিন ধরে তিনি ভুগছিলেন। গত ২২ অক্টোবর যাদবপুরের গাঙ্গুলিবাগানের বাড়িতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে ভরতি করা হয়েছিল। কমরেড শীল সিপিআই(এম)’র সদস্য ছিলেন। তিনি পার্টির রাজ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত প্রেস (২) শাখার সদস্য ছিলেন।

এদিন সন্ধ্যায় তাঁর মরদেহ গণশক্তির দপ্তরে নিয়ে আসা হয়। এখানে কমরেড শীলের প্রতি শেষ শ্রদ্ধা জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁকে শ্রদ্ধা জানান সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, পার্টির রাজ্য কমিটির সদস্য সুখেন্দু পাণিগ্রাহী, সর্বাণীপ্রসাদ সাঁতরা। কমরেড শীলকে শ্রদ্ধা জানান গণশক্তির সম্পাদক দেবাশিস চক্রবর্তী, গণশক্তির সহকারী সম্পাদক অতনু সাহা, কর্মাধ্যক্ষ অশেষ চক্রবর্তী এবং প্রয়াত কমরেডের স্বামী জয়ন্ত শীল। গণশক্তি পত্রিকা ও গণশক্তি প্রিন্টার্সের কর্মীরা কমরেড শীলকে শ্রদ্ধা জানান। কাজের সূত্রেই 'দেশহিতৈষী' পত্রিকার সঙ্গেও তাঁর নিবিড় সম্পর্ক ছিল।