E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৩৭ সংখ্যা / ৩০ এপ্রিল, ২০২১ / ১৬ বৈশাখ, ১৪২৮

কোভিড সচেতনতা প্রসারে রাজ্যজুড়ে সংযুক্ত মোর্চার কর্মসূচি


নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে করোনার ভয়াবহ সংক্রমণের পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য কর্মসূচি নিয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত মোর্চা। আগামী ১ মে কলকাতা সহ রাজ্যজুড়ে বিকেন্দ্রীকৃতভাবে কোভিড সচেতনতা প্রসারের কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন সংযুক্ত মোর্চার পক্ষে বিমান বসু। ২৮এপ্রিল এই কর্মসূচি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ১ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে। জনগণকে সাহায্যের জন্য জেলায় জেলায় হেল্প লাইন চালুর উদ্যোগও নেওয়া হবে।

সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ আসার কথা জেনেও কেন্দ্র ও রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, স্বাস্থ্য পরিকাঠামো তৈরিতে ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞদের আগাম সতর্কতা সত্ত্বেও কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার পরিবর্তে সংকীর্ণ দৃষ্টিতে চলায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এই পরিস্থিতিতে সংযুক্ত মোর্চার পক্ষে বিমান বসু জানিয়েছেন, কোভিড পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের দ্বন্দ্ব পরিহার করে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দল সহ জনগণের সর্বাত্মক উদ্যোগও প্রয়োজন।

এই দৃষ্টিভঙ্গি থেকেই সংযুক্ত মোর্চার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেছেন, মানুষকে বাঁচাতে ও করোনা মহামারী মোকাবিলা করতে যুদ্ধকালীন তৎপরতায় টেস্টিং বাড়ানো, ট্র্যাকিং বা নজরদারি এবং চিকিৎসা ও সর্বজনীন টিকাকরণের কাজে গুরুত্ব দেওয়া উচিত। অষ্টম পর্বের ভোটগ্রহণ শেষ হবার পরই ১ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজ্যে বিকেন্দ্রীকৃতভাবে কোভিড সচেতনতা প্রসারের কর্মসূচি সংগঠিত হবে। জণগণের মধ্যে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার বা সাবান ব্যবহারের কথা প্রচার করা হবে। প্রয়োজনে যাঁদের মাস্ক নেই, তাঁদের মাস্ক বিলি করা হবে। সরকার যাতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিকিৎসা ও মহামারী প্রতিরোধের দায়িত্ব পালন করে সে কথাও বলা হবে। পরিস্থিতির চাহিদা অনুযায়ী রক্তদান শিবির ও কমিউনিটি কিচেনের কথাও ভাবতে হবে। সাধারণ মানুষকে সাহায্য করতে জেলায় জেলায় হেল্প লাইনও চালুর উদ্যোগ নেওয়া হবে।