E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৩৭ সংখ্যা / ৩০ এপ্রিল, ২০২১ / ১৬ বৈশাখ, ১৪২৮

সাতাশে এপ্রিল

শ্রদ্ধায় স্মরণ নারী শহিদদের


নিজস্ব প্রতিনিধিঃ প্রতি বছরের মতো এ বছরও ১৯৪৯ সালের নারী শহিদদের শ্রদ্ধায় স্মরণ করা হলো রাজ্যের বিভিন্ন প্রান্তে। ১৯৪৯ সালের ২৭ এপ্রিল তৎকালীন শাসক কংগ্রেস সরকারের পুলিসের গুলিতে প্রাণ হারিয়ে শহিদের মৃত্যুবরণ করেছিলেন গণতান্ত্রিক নারী আন্দোলনের অগ্রণী কর্মী লতিকা সেন, প্রতিভা গাঙ্গুলি, অমিয়া দত্ত, গীতা সরকার এবং যুবকর্মী বিমান ব্যানার্জি।

কারাগারে অনশনরত রাজবন্দীদের মুক্তির দাবিতে ১৯৪৯ সালের ২৭ এপ্রিল তৎকালীন নিখিলবঙ্গ মহিলা আত্মরক্ষা সমিতি এবং কারাগারে বন্দিদের ‘মায়েদের সমিতি’র ডাকে ভারত সভা হলে মহিলা সমাবেশের পর ১৪৪ ধারা অমান্য করে বউবাজার স্ট্রিটে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করলে উপরোক্ত পাঁচজন শহিদের মৃত্যুবরণ করেন।

সেই ঐতিহাসিক শহিদিবরণকে প্রত্যেক বছরই শ্রদ্ধায় স্মরণ করা হয়। গত ২৭ এপ্রিল বউবাজারের শহিদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন মিনতি ঘোষ, রেখা গোস্বামী, কনীনিকা ঘোষ, সোমা চক্রবর্তী, দীপু দাস প্রমুখ মহিলা আন্দোলনের নেত্রীবৃন্দ। রাজ্যের অন্যান্য স্থানেও যথাযথ মর্যাদায় ২৭ এপ্রিলের শহিদদের স্মরণ করা হয়েছে।