E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৮ বর্ষ ৩৭ সংখ্যা / ৩০ এপ্রিল, ২০২১ / ১৬ বৈশাখ, ১৪২৮

কমরেড এস পি কাশ্যপের জীবনাবসান


নিজস্ব সংবাদদাতাঃ প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড এস পি কাশ্যপের জীবনাবসান হয়েছে। তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। আগ্রার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৭৭। মার্কসীয় তাত্ত্বিক কমরেড শ্রীপ্রকাশ কাশ্যপ সিপিআই (এম) উত্তর প্রদেশ রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক ছিলেন। গোটা দেশেই মার্কবাদের শিক্ষক হিসাবে তিনি পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে সিপিআই (এম) উত্তর প্রদেশ রাজ্য সম্পাদকমণ্ডলী।

আগ্রার বি আর কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন কমরেড কাশ্যপ। ওই কলেজের অধ্যক্ষও হন পরবর্তীকালে। তৎকালীন পার্টির রাজ্য সম্পাদক শঙ্করদয়াল তিওয়ারির সংস্পর্শে এসে সরাসরি পার্টির কাজে যুক্ত হয়ে পড়েন। ১৯৭৭ সালে তিনি সিপিআই(এম)’র সদস্যপদ অর্জন করেন। যুক্ত উত্তর প্রদেশ জুড়েই তিনি কমরেড শঙ্করদয়াল তিওয়ারি, কমরেড রামসুমের যাদব প্রমুখের সঙ্গে পার্টি গড়ার কাজ করেছেন। এরপরে তিনি কলেজের চাকরি ছেড়ে দিয়ে সিপিআই (এম)’র সর্বক্ষণের কর্মী হন। ১৯৮১ সালে তিনি পার্টির রাজ্য কমিটির সদস্য হন। ধাপে ধাপে পার্টির রাজ্য কমিটি, সম্পাদকমণ্ডলীর সদস্য হিসাবে দায়িত্ব পালনের পরে ২০০৪ সালে এলাহাবাদ রাজ্য সম্মেলন থেকে তাঁকে সিপিআই (এম) উত্তর প্রদেশ রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২০১৫ সাল পর্যন্ত তিনি রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছিলেন সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য। বর্তমানে তিনি পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। বিনয়ী, মৃদুভাষী কমরেড কাশ্যপ সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। শুধু মাত্র সিপিআই(এম) বা বামপন্থীরাই নন, অন্য রাজনৈতিক দলের কাছেও তিনি সমান সম্মান পেতেন।

লক্ষ্ণৌয়ের পার্টি কমিউনে থাকতেন কমরেড কাশ্যপ। নিয়মিত পার্টির রাজ্য দপ্তরে যাতায়াত করতেন সেখান থেকেই। সপ্তাহ দুয়েক আগে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরা তাঁকে আগ্রার বাড়িতে নিয়ে যান। সেখানে পরীক্ষায় তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। এরমধ্যেই আচমকা তাঁর জীবনাবসান ঘটে। সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলী তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বলেছে, মার্কসবাদের শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত কমরেড কাশ্যপ শুধুমাত্র উত্তর প্রদেশ নন, অন্য রাজ্যেও পার্টি শিক্ষার গুরুত্বপূর্ণ কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে। মার্কসীয় মতাদর্শ ও রাজনীতির বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দক্ষ সংগঠকও ছিলেন তিনি। সিপিআই(এম) উত্তর প্রদেশ রাজ্য কমিটির সম্পাদক হীরালাল যাদব বলেছেন, কমরেড কাশ্যপের মৃত্যুতে পার্টির গুরুতর ক্ষতি হলো। বয়স হলেও তাঁর মতামত গুরুত্বপূর্ণ ছিল পার্টি পরিচালনার ক্ষেত্রে। তিনি আমাদের পথপ্রদর্শক ছিলেন। অকৃতদার কমরেড এস পি কাশ্যপের ভাই-বোন ও অন্য পরিজনরা রয়েছেন। সিপিআই (এম) রাজ্য সম্পাদকমণ্ডলী তাঁদের সমবেদনা জানিয়েছে।