E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৫৭ বর্ষ ৪৯ সংখ্যা / ৩১ জুলাই ২০২০ / ১৫ শ্রাবণ ১৪২৭

কিংবদন্তী নৃত্যশিল্পী অমলাশঙ্করের জীবনাবসান


নিজস্ব প্রতিনিধিঃ ২৪ জুলাই প্রয়াত হলেন কিংবদন্তী নৃত্যশিল্পী অমলাশঙ্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত শতাব্দীর চারের দশক থেকেই উদয়শঙ্কর ও অমলাশঙ্কর জুটি সারা বিশ্বে বিশেষ খ্যাতি অর্জন করে। উদয়শঙ্কর পরিচালিত কল্পনা চলচ্চিত্রে (১৯৪৮) উমার চরিত্রে অমলাশঙ্করের নৃত্যাভিনয় সকলের দৃষ্টি আকর্ষণ করে। কান চলচ্চিত্র উৎসবেও তাঁর চরিত্রায়ন প্রশংসিত হয়।

১৯১৯ সালের ২৭ জুন জন্ম হয় অমলাশঙ্করের। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে অংশ নেন। ওই সময়েই শঙ্কর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। কিছুদিন পর থেকেই তিনি উদয়শঙ্করের কাছে তালিম নিতে শুরু করেন। এর পরে ১৯৪২ সালে তাঁদের বিয়ে হয়। ১৯৭৭ সালে প্রয়াত হন উদয়শঙ্কর। প্রবাদপ্রতিম নৃত্যশিল্পী অমলাশঙ্করের জীবনাবসানে শোকের ছায়া নেমে এসেছে দেশের নৃত্য এবং সংস্কৃতি জগতে।