৬০ বর্ষ ৩৩ সংখ্যা / ৩১ মার্চ, ২০২৩ / ১৬ চৈত্র, ১৪২৯
পাঁশকুড়ার যশোড়া সমবায়ে তৃণমূলকে হারিয়ে জয়ী প্রগতিশীলরা
পাঁশকুড়ায় জয়ী সিপিআই(এম) সমর্থিত প্রগতিশীল প্রার্থীরা।
নিজস্ব সংবাদদাতাঃ পাঁশকুড়ার যশোড়া এগ্রিকালচার সোস্যাইটির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছে সিপিআই(এম) সমর্থিত প্রগতিশীল প্রার্থীরা। তৃণমূল কংগ্রেস সরকারের চূড়ান্ত অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ যে আজ ক্রমশ বাড়ছে তার প্রমাণ মিলছে এই সমস্ত নির্বাচনের ফলাফলে। এই সময়ে লক্ষ করা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানেই এই সমস্ত নির্বাচন হচ্ছে, সেখানেই ভোটদাতারা শাসকদলের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদের প্রতিফলন ঘটাচ্ছেন ভোট বাক্সে। শুধু এই নির্বাচনেই নয়, সাম্প্রতিক সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন থেকে অতি সম্প্রতি হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটেও বড়ো জয় পেয়েছেন বামপন্থীরা। এখানে উল্লেখনীয় বিষয় হলো, তৃণমূল জমানায় সর্বস্তরে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। কিন্তু যেখানেই মানুষ ভোটদানের সুযোগ পাচ্ছেন, সেখানেই তাঁরা শাসকদলের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করে তাদের অপরাধের জবাব দিচ্ছেন।
পাঁশকুড়ার যশোড়া সমবায়ে বাম সমর্থিত প্রগতিশীলদের জয় তারই ইঙ্গিত বহন করছে। এখানে মোট ৯টি আসনের মধ্যে ৫টিতে জয়ী হয়েছেন প্রগতিশীল প্রার্থীরা। তৃণমূল পেয়েছে ৪টি আসন। রাজ্যের ক্ষমতায় আসার পর অন্যান্য জায়গার মতো এই সমবায়টিও দখল নিয়েছিল শাসকদল। জোর করে নির্বাচন বন্ধ করে এবং কর্মকর্তা হিসেবে নিজেদের লোকদেরই বসিয়েছিল। এবারেও তারা এই সমবায়টি দখলে রাখতে নানা অপকৌশল নিলেও মানুষ রায় দিয়েছেন সিপিআই(এম) সমর্থিত প্রগতিশীল প্রার্থীদের প্রতিই। লক্ষণীয় বিষয় হলো, বিজেপি সব ক’টি আসনে প্রার্থী দিলেও তাদের প্রত্যাখ্যান করেছেন মানুষ।