E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

গণপ্রজাতন্ত্রী কোরিয়ার ওয়ার্কার্স পার্টির অষ্টম কংগ্রেসে সিপিআই(এম)’র অভিনন্দনবার্তা


গণপ্রজাতন্ত্রী কোরিয়া (ডিপিআরকে)’র ওয়ার্কার্স পার্টির অষ্টম কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটি। গত ৬ জানুয়ারি প্রেরিত ওই অভিনন্দন বার্তায় পার্টির কেন্দ্রীয় কমিটি বলেছেঃ ‘‘গত কয়েক বছর ছিল পরীক্ষা-নিরীক্ষার সময়। মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তিগুলি বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক শক্তিগুলিকে অস্থির করতে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে গেছে। গণপ্রজাতন্ত্রী কোরিয়ার উপর ধারাবাহিক আক্রমণ এবং এই দেশের উপর চাপানো অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহারে মার্কিন যুক্তরাষ্ট্রের অনিচ্ছা সামগ্রিকভাবে এই প্রচেষ্টাগুলিরই অংশ। কোরিয়া উপদ্বীপ অঞ্চলে শান্তিকে সুনিশ্চিত করতে আলোচনার সুযোগগুলির সদ্ব্যবহারের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ধারাবাহিকভাবে সামরিক মহড়া ও যুদ্ধংদেহি আচরণ চালিয়ে যাচ্ছে। এরা মহাকাশকেও যুদ্ধের রঙ্গমঞ্চে পরিবর্তিত করতে চেষ্টা চালাচ্ছে এবং পরমাণু অস্ত্র ব্যবহার বন্ধের জন্য যে বিভিন্ন শান্তিচুক্তিগুলি আছে সেগুলির পুনর্নবীকরণেও অস্বীকার করছে। এই প্রেক্ষাপটে অনুষ্ঠিত আপনাদের কংগ্রেস বিরাট তাৎপর্য বহন করছে।

সাম্প্রতিক এই অতিমারী পুঁজিবাদী ব্যবস্থার ফাঁকফোঁকরগুলিকে উন্মোচিত করে দিয়েছে। একইসাথে সমাজতান্ত্রিক ব্যবস্থার উৎকৃষ্টতাকেও প্রদর্শিত করেছে। যখন পুঁজিবাদী দেশগুলির ভাবনায় অগ্রাধিকার ছিল অর্থনীতি এবং তারা গভীরে প্রোথিত বিশ্ব আর্থিক সঙ্কট থেকে বের হবার একটা সুযোগ হিসেবে এই অতিমারীকে ব্যবহার করেছে; তখন অন্যদিকে, গণপ্রজাতন্ত্রী কোরিয়ার মতো সমাজতান্ত্রিক দেশগুলি জনগণের স্বাস্থ্যকেই অগ্রাধিকার দিয়েছে।

বিধ্বংসী সাইক্লোন ও বন্যা সহ বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় দেশকে নেতৃত্বপ্রদানে গণপ্রজাতন্ত্রী কোরিয়ার শাসকদল হিসেবে আপনারা যে প্রভূত উদ্যোগ নিয়েছিলেন তা আমরা জ্ঞাত আছি। আমরা জানি, বিগত কয়েক বছরে যেসব সিদ্ধান্ত রূপায়ণ হয়েছে আত্মসমালোচনামূলকভাবে সেগুলির মূল্যায়ন এবং একইসাথে ভবিষ্যৎ কর্মপন্থাও নির্ণীত হবে এই অষ্টম কংগ্রেসে।

সিপিআই(এম) আশাবাদী, গণপ্রজাতন্ত্রী কোরিয়া সাম্রাজ্যবাদীদের দ্বারা যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেগুলিকে তারা অতিক্রম করবে এবং মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শ ও সমাজতান্ত্রিক নির্মাণকার্যের প্রতি তাদের অবস্থান দৃঢ় করবে। সিপিআই(এম) আত্মবিশ্বাসী যে, কমরেড কিম ইল সুং ও কমরেড কিম জং ইলের মতো মহান বিপ্লবীদের আদর্শ আপনাদের এই সব প্রয়াসকে চালিত করবে।

সিপিআই(এম) গণপ্রজাতন্ত্রী কোরিয়ার ওয়ার্কার্স পার্টির অষ্টম কংগ্রেসের সার্বিক সাফল্য কামনা করে। আমরা আশা করি, যেসব সিদ্ধান্তে এই কংগ্রেস উপনীত হবে তা গণপ্রজাতন্ত্রী কোরিয়ার জনগণের সমৃদ্ধি, উন্নয়ন এবং বিকাশকে সংহত করবে।

গণপ্রজাতন্ত্রী কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাথে এই ভ্রাতৃত্বমূলক বন্ধনকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সযত্নে লালন করে এবং আমরা আত্মবিশ্বাসী যে, ভবিষ্যতের আগত দিনগুলিতে এই দুই পার্টির মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।’’