আন্তর্জাতিক ঘটনাবলি
সৈনিক শূর
রক্তাক্ত প্যালেস্তাইন - সংহতি বিশ্বজুড়ে
'এখানে জাগছে জন্মভূমি,
এখানেই জাগে ইয়াসির আরাফাত '...
গাজার আল সিফাই হাসপাতাল, গায়ে গা লাগিয়ে উষ্ণ করে রাখার চেষ্টা করা হচ্ছে সদ্যোজাত শিশুদের। এই মুহূর্তে প্রায় ৪৮ জন শিশুকে এভাবেই বাঁচানোর চেষ্টা করে চলেছেন চিকিৎসকেরা। এরা প্রত্যেকেই প্রিম্যাচিউর বেবি, মৃত মায়ের সদ্যোজাত সন্তান। আল সিপাই হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসার জন্য যেতে বাধ্য হচ্ছেন। হাসপাতালের সাথেই যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইলের গণহত্যাকারী সেনাবাহিনী। গাজার দক্ষিণাংশে একের পর এক পরিবার স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছেন। হাসপাতালের বাইরে লাগাতার চলছে গুলি এবং বোমাবর্ষণ। পৃথিবীর মানচিত্র থেকে প্যালেস্তাইনকে মুছে ফেলার পরিকল্পনায় লিপ্ত হয়েছে সাম্রাজ্যবাদী দেশগুলি।একেকটি পরিবারে শিশুরা ছাড়া বাকি সবাই মৃত যা ঘটেছে গত কয়েকদিনে। রাষ্ট্রসংঘ যুদ্ধ বিরতির প্রস্তাব দিলে তা মানতে রাজি হয়নি ইজরায়েল, আর তাতে প্রত্যক্ষ মদত রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের। প্যালেস্তাইনের এক নাগরিক ইয়োরোপের রাষ্ট্রপ্রধানদের খোলা চিঠিতে লিখেছেন ইজরায়েলি নৃশংসতার কাহিনি। পশ্চিমি দুনিয়ার অতি দক্ষিণপন্থার নীতি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে প্যালেস্টাইনকে। আমাদের দেশ ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের যে দেশের ঐতিহ্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গৌরবোজ্জ্বল কাহিনি যা আমাদের রক্তে মিশে রয়েছে , সেই দেশেই বর্তমান মোদি সরকার পরোক্ষভাবে মদত দিয়ে চলেছে ইজরায়েলকে। রাষ্ট্রসঙ্ঘের যুদ্ধ বিরতির প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি মোদি সরকার। যে কোনো মানবিক এবং মানব সভ্যতাকে বাঁচানোর পক্ষে থাকা নাগরিকেরাই যখন সারা বিশ্বব্যাপী লাখে লাখে মিছিলে শামিল হচ্ছেন প্যালেস্তাইনের পক্ষে সেই সময়েও সাম্রাজ্যবাদী শক্তির চরম স্বৈরাচারী মনোভাব বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে একটা গোটা দেশকে। যুদ্ধে ব্যবহার করা যায় না এরকম বেআইনি অস্ত্র প্যালেস্ততাইন নিধনযজ্ঞে ব্যবহার করছে ইসরায়েলের সেনাবাহিনী। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে আছে কোন কোন সময় ভূলুণ্ঠিত করে গাজা থেকে ওয়েস্ট ব্যাংক গোটা প্যালেস্টাইন ধ্বংসস্তূপে পরিণত করছে নেতানিয়াহু বাহিনী। একদিনে ১৭০০ শিশুর প্রাণ গেছে গাজার বিভিন্ন গ্রামে। রাস্তার নিচে মারণাস্ত্র পুঁতে রেখে ভূমিকম্প ঘটাচ্ছে এই গণহত্যাকারী ইজরায়েল সরকার। যার ফলে প্রতিদিন কয়েকশো বাড়ি অত্যাধুনিক অস্ত্রের ঝনঝনানিতে ধ্বংসের মুুুখে পড়ছে। সারা দুনিয়া যখন স্লোগান দিচ্ছে 'স্ট্যান্ড উইথ প্যালেস্তাইন ' তখন কলকাতার রাস্তাতেও মার্কিন দূতাবাসের সামনে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্যালেস্তাইনের মানুষের মানবাধিকারের সপক্ষে উচ্চারণ ধ্বনিত করেছে বামপন্থী ছাত্র-যুবরা। জন্মভূমি বাঁচানোর সংগ্রামে ইয়াসের আরাফাতের প্যালেস্তাইনের পক্ষেই সংহতি জানাচ্ছে গোটা দুনিয়া।
আফ্রিকার মালিতে অস্থিরতা
সারা পৃথিবীব্যাপী যখন প্যালেস্তাইন নিয়ে শোরগোল এই সময়পর্বে সুদূর আফ্রিকাতেও আলোড়ন তুলেছে মালির ঘটনা। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি দখল করেছে মালির সেনাবাহিনী।
তুয়ারেগ জনজাতির বিদ্রোহীরা, যারা দীর্ঘদিন ধরে কিদাল থেকে উত্তরের অনেকাংশ নিয়ন্ত্রণ করেছে, তারা গত মাসে বিদায়ী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দ্বারা খালি করা একটি ঘাঁটি দখল করে, সেনাবাহিনী এটা ফিরে পাওয়ার লক্ষ্যে চুড়ান্ত মীমাংসার জন্য উত্তরের দিকে অভিযান চালায়। মালির সেনা প্রধান ও রাষ্ট্রপতি আসিমি গইতা এক্স হ্যান্ডেলে মালির সেনাবাহিনীর বিদ্রোহী ঘাঁটি দখলের খবরটি নিশ্চিত করে জানান যে, তাঁদের লক্ষ্য গোটা পশ্চিম আফ্রিকায় আঞ্চলিক অখন্ডতার পুনঃপ্রতিষ্ঠা করা।
দীর্ঘদিন ধরে তুয়ারেগের সঙ্গে মালির সামরিক সরকারের বিবাদ চলছে। মূলত ২০২০-২১ নাগাদ দুটি সামরিক অভ্যুত্থানের পর এতে যথেষ্ট সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
পরিবেশ রক্ষার দাবিতে প্রতিবাদ
গত এক দশক ধরেই জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ওপর পুঁজির ক্রমবর্ধমান আধিপত্য প্রভাব বিস্তার করেছে আমাদের দৈনন্দিন বেঁচে থাকার ওপর। পরিবেশকে নিজেদের মুনাফার স্বার্থে লুট করে জীব বৈচিত্র্যের ভারসাম্যের উপর লাগাতার উদারবাদী আক্রমণ প্রকৃতির উপর ভয়ংকর প্রভাব ফেলেছে। স্বভাবতই পরিবেশ বাঁচানোর আন্দোলনও সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। আমস্টারডাম জলবায়ু মিছিলে, একজন ব্যক্তি মঞ্চে ফিলিস্তিনি, আফগান বক্তাদের আমন্ত্রণ জানানোর পরে গ্রেটা থুনবার্গের ভাষণে বাধা সৃষ্টি করে কিছু মানুষ।
এ প্রসঙ্গে গ্রেটা থুনবার্গ বলেছেন, “জলবায়ু ন্যায়বিচার আন্দোলন হিসেবেই, আমাদের যারা নিপীড়িত হচ্ছে এবং যারা স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য লড়াই করছে তাদের কণ্ঠস্বর শুনতে হবে। অন্যথায়, আন্তর্জাতিক সংহতি ছাড়া জলবায়ু ন্যায়বিচার হতে পারে না, " জাতীয় নির্বাচনের মাত্র ১০ দিন আগে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার দাবিতে এই গণ-বিক্ষোভের মধ্যেই এই ঘটনাটি ঘটে। আয়োজকরা দাবি করেছেন যে, ৭০০০০ মানুষ এই পদযাত্রায় অংশ নিয়েছিল এবং এটিকে নেদারল্যান্ডসের সবচেয়ে বড়ো জলবায়ু প্রতিবাদ বলে অভিহিত করা হয়েছে।
রাশিয়া-চীন আরো কাছাকাছি
সাম্রাজ্যবাদী আগ্রাসনের এক মেরু কেন্দ্রিক বিশ্ব তৈরির প্রকল্পের এই পর্বে নতুন করেছে রাশিয়া চীনের কাছে আশার ঘটনা। পুতিন সামরিক স্যাটেলাইট এবং সম্ভাবনাময় অস্ত্রের ক্ষেত্রে রাশিয়া-চীনের ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার একজন জ্যেষ্ঠ চীনা সামরিক কর্মকর্তাকে বলেছেন যে মস্কো এবং বেইজিংকে সামরিক উপগ্রহ এবং অন্যান্য সম্ভাব্য প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে তাদের সহযোগিতার হাত প্রসারিত করা উচিত - এই বিবৃতি যা রাশিয়া-চীনের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ প্রতিরক্ষা সংযোগের ইঙ্গিত দেয়।
রূপান্তরকামীদের পাশে পোপ
এই সময়পর্বে সমানাধিকারের আন্দোলন নতুন করে অক্সিজেন পেয়েছে। ভ্যাটিকান জানিয়েছে এবার রূপান্তরকামীরাও ব্যাপটাইজ হয়ে ধর্মাভিভাবক হতে পারবে। পোপ ফ্রান্সিস, যিনি LGBTQIA+ ক্যাথলিকদের কাছে পৌঁছানোকে তার পোপত্বের একটি বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরতে চাইছেন, এবং এও জানিয়েছেন যে তাঁরা গির্জার বিয়েতে সাক্ষী হতে পারেন, এভাবে তিনি চার্চের সর্বজনীন মডেল তুলে ধরতে চাইলেন।