E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

২৩ জুনঃ দক্ষিণ চীনে বন্যা এবং কাদা ধসের জেরে আক্রান্ত ৪০ হাজার মানুষ। এ পর্যন্ত মৃত তিনজন। নিখোঁজ ২০।

২৪ জুনঃ লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি এই দু’টি চ্যানেলের প্রযুক্তিগত এবং মানব সম্পদ সংক্রান্ত একীকরণ ঘটানোর কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। প্রসঙ্গত, লোকসভা টেলিভিশন ২০০৬ সালে সম্প্রচার শুরু করে এবং রাজ্যসভার টেলিভিশন ২০১১ সালে।

২৫ জুনঃ অরুণাচল প্রদেশে ভূমিধস এবং বন্যার জেরে মৃত ২। আসামে বন্যার জন্য মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। প্রবল বৃষ্টির জেরে এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা থেকেই দুই রাজ্যে এই বিপর্যয়।

২৬ জুনঃ ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিক্ষোভ সংক্রান্ত কার্যকলাপ সংগঠিত করার দায়ে ১২১ জন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল তুরস্কের আদালত। তাদের বিরুদ্ধে মূলত সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল।

২৭ জুনঃ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের মোট করোনা রোগীদের ৮৫.৫ শতাংশের বাস মহারাষ্ট্র, তামিলনাডু, দিল্লি, তেলেঙ্গানা, গুজরাট, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে। এই রোগে মৃতদের ৮৭% এই রাজ্যগুলির বাসিন্দারাই।

২৮ জুনঃ কেরালায় পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন-এ থাকা, খাবার, চিকিৎসা, জল এবং স্বাস্থ্যজনিত খরচ বহন করার বিস্তারিত নির্দেশিকা জারি করল কেরালা সরকার। রাজ্য সরকারের আপৎকালীন ফান্ড এবং প্রধানমন্ত্রীর পিএম কেয়ার ফান্ড থেকে এই খরচ বিধি অনুযায়ী জোগানো হবে। পরিযায়ী শ্রমিকদের ১৪ দিনের জন্য এই খরচ নির্দিষ্ট সরকারি অনুমোদন সাপেক্ষে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

২৯ জুনঃ পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জে জঙ্গি হানায় নিহত ৭। সংবাদ সংস্থার খবর, ৪ জঙ্গির আক্রমণে এক্সচেঞ্জের ২ নিরাপত্তারক্ষী সহ দু’জন পুলিশ কর্মী প্রাণ হারান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আক্রমণকারী জঙ্গিদের চারজনই ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বালুচ লিবারেশন আর্মি নামক একটি জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেছে। চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে চলা বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে নাশকতা চালানো এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য বলে অভিমত ওয়াকিবহাল মহলের।