● ৩০ জুনঃ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র প্যালেস্তাইনের গাজা সংলগ্ন ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড আত্মসাৎ করার মতলবকে রুখে দিতে এবং প্যালেস্তাইনের জনগণের অধিকার এবং অধিকৃত এলাকায় রাষ্ট্রব্যবস্থা অব্যাহত রাখতে ভারতের সমর্থন প্রয়োজন - বললেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত এবং রাষ্ট্রপতির উপদেষ্টা মাজদি এল খালদি।
● ১ জুলাইঃ অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০লক্ষেরও বেশি মানুষ। রাজ্যের ২১টি জেলাজুড়ে মোট ৮৭ হাজার ১৮ হেক্টর কৃষিজমি জলমগ্ন। কয়েকটি নদীতে বন্যার জল বিপদসীমার নিচে নামলেও লক্ষ লক্ষ গরিব এবং নিম্নবিত্ত মানুষের দুর্ভোগ অব্যাহত। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৩। চলছে ত্রাণ এবং উদ্ধার কাজ।
● ২ জুলাইঃ জম্মু ও কাশ্মীরে দুই জঙ্গির মৃত্যু হলো সেনা-পুলিশের গুলিতে। দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর যৌথ টহলদারির সময় এক সংঘর্ষে লুকিয়ে থাকা ওই দুই জঙ্গির মৃত্যু ঘটেছে। ভারতীয় বাহিনীর পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
● ৩ জুলাইঃ প্রশাসনের নিষেধাজ্ঞা এবং কারফিউ জারি থাকা সত্ত্বেও আমেরিকা জুড়ে লাখো মানুষ জর্জ ফ্লয়েডে’র মৃত্যুর প্রতিবাদ পূর্ব নির্ধারিত বিক্ষোভ ও মিছিলের কর্মসূচিতে অংশ নিলেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বর্ণবিদ্বেষের প্রতিবাদে নাগরিক আন্দোলনের এই কর্মসূচিকে স্থগিত করার কথা দৃঢ়ভাবে বলা হয়েছিল। নাগরিক আন্দোলনে পুলিশি এবং সামরিক আগ্রাসনের প্রতিবাদে এই কর্মসূচিতে শামিল হতে একদিন আগেই বিক্ষোভস্থলে পৌঁছে গিয়েছিলেন প্রতিবাদীরা।
● ৪ জুলাইঃ উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের সম্ভাবনা সম্পর্কে ওয়াশিংটনের এক প্রাক্তন আধিকারিকের বক্তব্য উড়িয়ে দিল পিয়ং ইয়ং।
● ৫ জুলাইঃ ইউটিউব ভিত্তিক সংবাদ চ্যানেল আরামবাগ টিভির কর্ণধার শেখ শফিকুল ইসলাম সহ চ্যানেলের সঙ্গে যুক্ত তিন জনকে গ্রেফতারির প্রতিবাদে এক যুক্ত বিবৃতিতে রাজ্য সরকারের সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি সহ বিশিষ্টজনেরা। ওই বিবৃতিতে বিষয়টিকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে শেখ শফিকুল আলম সহ গ্রেফতার হওয়া তিন জনকেই মুক্তি দেবার দাবি করা হয়েছে।
● ৬ জুলাইঃ জম্মু-কাশ্মীর মিডিয়া পলিসি ২০২০-এর বিরুদ্ধে জম্মু-কাশ্মীর মিডিয়া অ্যাসোসিয়েশন এবং জম্মু-কাশ্মীর মিডিয়া গিল্ডের পক্ষ থেকে পথে নেমে বিক্ষোভ জানালেন সাংবাদিকরা। তাদের দাবি অবিলম্বে সেন্সরশিপমূলক এই নীতি প্রত্যাহার করতে হবে।