E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

৭ জুলাইঃ সেনাবাহিনীতে কর্মরত মহিলাদের স্থায়ী কমিশন এবং পোস্ট দেবার রায় অনুযায়ী উপযুক্ত সেনা অফিসারদের বেছে নিতে এবং রায় কার্যকর করতে আরও একমাস সময় বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট।

৮ জুলাইঃ ফৌজদারি আইন সমূহ সংস্কারের জন্য গঠিত কমিটিতে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বিশেষজ্ঞদের যুক্ত করার জন্য কমিটির অধ্যক্ষ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারপার্সনের কাছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সহ বিশিষ্টজনেরা চিঠি লিখে আবেদন জানালেন।

৯ জুলাইঃ আসামে বন্যা পরিস্থিতির জেরে মৃত ৬৬ জন। ব্যাহত জনজীবন। জলবন্দী ২ লক্ষ মানুষ।

১০ জুলাইঃ মৌসুমী বৃষ্টিপাতের ক্ষেত্রে দেশে এ পর্যন্ত ১৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে দেশের জেলাগুলির ৪০ শতাংশে এই অতিরিক্ত বৃষ্টিপাত আশার সঞ্চার করেছে। অন্যদিকে, ২৭ শতাংশ জেলা এখনো বৃষ্টিপাতের ক্ষেত্রে ঘাটতিতে।

১১ জুলাইঃ অবিরত বর্ষণের জেরে ভূমি ধস নামায় এক দিনেই নেপালে মৃত্যু হয়েছে ২২ জনের। আহত ১০ জন। চলছে উদ্ধারকাজ।

১২ জুলাইঃ জেলবন্দি বিশিষ্ট তেলেগু কবি পি ভারভারা রাও এর স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে দেশের বিশিষ্টজনেরা জাতীয় তদন্ত সংস্থাকে চিঠি দিলেন। ৮১ বছর বয়স্ক কবির উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়ে ওই চিঠিতে সই করেছেন বিশিষ্ট ঐতিহাসিক রোমিলা থাপার, অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক সহ অন্যান্যরা।

১৩ জুলাইঃ ওবিসি সংরক্ষণ সম্পর্কে সুপ্রিম কোর্ট মাদ্রাজ হাইকোর্টকে জমা পড়া সমস্ত পিটিশনগুলি অনুপুঙ্খভাবে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে বলল। প্রসঙ্গত, সম্প্রতি তামিলনাডুতে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষাক্রমে সর্বভারতীয় ক্ষেত্রে ৫০ শতাংশ আসনে ওবিসি-দের জন্য সংরক্ষণের আবেদন জানানো হয়েছে মাদ্রাজ হাইকোর্টে।