E-mail: deshhitaishee@gmail.com  | 

Contact: +91 33 2264 8383

১৪ জুলাইঃ বিদেশ থেকে পড়তে আসা ছাত্রদের জন্য সদ্য চালু হওয়া অস্থায়ী ভিসা নীতি বাতিলের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭টি প্রদেশ আইনি পদক্ষেপ করল সরকারের বিরুদ্ধে।

১৫ জুলাইঃ ‘প্রকল্পের কাজে সক্রিয় ভূমিকার অভাব রয়েছে ভারতের’- এই অভিযোগে তেহরানের ছাবাহার রেল প্রকল্প থেকে ভারতকে সরিয়ে দিলো ইরান।

১৬ জুলাইঃ করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে লোকসানের দায় কর্মীদের ওপর চাপানোর জন্য মার্কিন বিমান সংস্থা আমেরিকান ও ডেল্টা এয়ারলাইন্স ২৫ হাজার কর্মী এবং দু’হাজার পাইলটকে অক্টোবর মাসে ছাঁটাই করার আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলো।

১৭ জুলাইঃ জীবন ও জীবিকার স্বার্থে দেশের সরকারকে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা পুনরায় চালু করার জন্য এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার কর্মহীন ২৫০ জন অস্থায়ী কর্মী আবেদন জানালো বোম্বে হাইকোর্টে। দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ীভাবে কর্মরত ওই কর্মীদের আবেদনের প্রেক্ষিতে বোম্বে হাইকোর্ট আগামী দু’সপ্তাহের মধ্যে বিমান সংস্থাকে তাদের বক্তব্য জানাতে বলেছে।

১৮ জুলাইঃ কর্মসূত্রে অন্যত্র থাকা পরিযায়ী শ্রমিকরা যাতে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাই তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দানের অধিকার দিতে হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এই দাবি পেশ করল দেশের বেশ কয়েকটি নাগরিক অধিকার রক্ষা সংক্রান্ত স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের গণতন্ত্রকে আরও বিকশিত করতে  ভোটাধিকারসম্পন্ন প্রাপ্তবয়স্ক মানুষের স্বার্থে এই পদক্ষেপ করার আরজি রয়েছে ওই দাবিপত্রে।

১৯ জুলাইঃ আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪। গত ২২ মে থেকে শুরু হওয়া রাজ্যের বন্যা পরিস্থিতিতে এই মুহূর্তে আক্রান্ত ২৬টি জেলার প্রায় ২৬ লক্ষ মানুষ। রাজ্যের ৩০১টি সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার।

২০ জুলাইঃ কোভিড ১৯ জনিত পরিস্থিতির জেরে পরিষেবা চালু রাখতে লোকসানের বোঝা কর্মীদের ঘাড়ে চাপিয়ে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা করল দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইনস। আশঙ্কা, এবার অন্যান্য বিমানসংস্থাগুলিও একই পথে হাঁটবে।